January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 27th, 2022, 8:30 pm

সাতারের পরীক্ষা, তা-ও আবার অনলাইনে!

অনলাইন ডেস্ক :

চিনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে সাঁতার পরীক্ষা দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ৫০ মিটার সাঁতার পরীক্ষা বাকি ছিল শিক্ষার্থীদের। কোভিড সংক্রমণের জেরে গোটা সাংহাই শহরে লকডাউন জারি হয়। বন্ধ হয়ে গিয়েছে স্কুল, কলেজ। চিনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হতে গেলে সাঁতারের পরীক্ষা দেয়া জরুরি। সাংহাই বিশ্ববিদ্যালয়েও সেই নিয়ম রয়েছে। তাই যারা স্নাতক হতে চান, তাদের এই পরীক্ষা দেয়া জরুরি। কিন্তু চূড়ান্ত পরীক্ষার আগেই বিশ্ববিদ্যালয় কোভিডের কারণে বন্ধ হয়ে যাওয়ায় সেই পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা। তাই এ বার অনলাইনেই পরীক্ষা দিতে বললেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নির্দেশের পরই নেটমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন সাংহাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেউ বলছেন, বাথটাবেই এই পরীক্ষা দিতে হবে। কেউ আবার এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা নয়, অনলাইনে সাঁতার সম্পর্কে লিখিত পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। শুক্রবার (২৭ মে) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪১৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দু’ শতাধিক। এতে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ সাত হাজার ৮৭৮ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৭০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৩ হাজার। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৩৪৭ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, কানাডা, ফিন্যলান্ড, তাইওয়ান, ইতালি ও রাশিয়া।