January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 28th, 2022, 12:37 pm

৫ ঘণ্টা পর কালুরঘাট সেতুতে যানচলাচল স্বাভাবিক

ফাইল ছবি

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধারকারী ক্রেন সেতুতে লাইনচ্যুত ওয়াগন ট্রেনের গার্ড ব্রেকটি সরিয়ে নিলে যানচলাচল শুরু হয়।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী ওয়াগন ট্রেনের গার্ড ব্রেক সেতুতে লাইনচ্যুত হয়। এতে সেতুতে যানচলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই প্রান্তে শতশত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) আহসান জাবির জানান, চট্টগ্রাম-দোহাজারী এ রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। শুক্রবার দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল খালাস করে ফেরার পথে একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। ওয়াগন ট্রেনের গার্ড ব্রেকটি লাইনচ্যুত হয়ে সেতুতে আটকা পড়েছিল। নগরীর পাহাড়তলী থেকে আসা উদ্ধারকারী ক্রেন লাইনচ্যুত গার্ড ব্রেকটি সরিয়ে নিলে রাত দেড়টার পর থেকে যানচলাচল শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সেতু বন্ধ রেখে সেতুটি সংস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ।

—ইউএনবি