January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 8:01 pm

এবার জমজ চরিত্রে তিশা

অনলাইন ডেস্ক :

বিভিন্ন চরিত্র ও ভূমিকায় হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। কিন্তু কখনও জমজ হিসেবে পর্দায় ধরা দেননি। এবার সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি কাজ করেছেন জমজ চরিত্রে। নাম ‘চিংকি পিংকি’। রুবেল হাসান পরিচালিত এ নাটকে প্রথমবারের মতো জমজ চরিত্রে অভিনয় করছেন তিশা। নারীপ্রধান গল্পে তাকে দেখা যাবে একইসাথে চিংকি ও পিংকি হিসেবে। তিশা বলেন, ‘আমি এর আগে কখনও দ্বৈত বা জমজ চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম। তাই একইসাথে দুই বোনের কাজ করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা।’ নির্মাতা রুবেল হাসান জানান, নাটকের গল্পটা নারীপ্রধান এবং রম্য ধরনের। তিনি বলেন, ‘‘চিংকি পিংকি’ একটা কমেডি ধাঁচের নাটক। এখানে দুই জমজ বোনের চরিত্র করছে তিশা। তাকে ঘিরেই পুরো নাটকের গল্প। অনেক কমেডি আছে, মজা আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’’ সিএমভি প্রযোজিত এ নাটকটি আসছে কোরবানি ঈদে প্রচারিত হবে বলে জানা যায়। তানজিন তিশা ছাড়াও এখানে আরও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু প্রমুখ। এছাড়াও দুটি বিশেষ অতিথির চরিত্রে দেখা যাবে তামিম মৃধা ও জাহের আলভিকে।