January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 8:03 pm

ক্ষোভ প্রকাশ করলেন কমল পাটেকর

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত অভিনেতা কমল পাটেকর ভালো নেই। অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে দেখার যেন কেউ নেই। দীর্ঘদিনের সহকর্মীরাও খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন এই শিল্পী। কমল অসুস্থ হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, ‘গত পাঁচদিন আগে কলকাতা থেকে ফিরেছি। হাতে আগে থেকেই ব্যথা অনুভব হওয়ায় মনে হলো চেকআপ করাই। এরপর চিকিৎসক জানালো আমার হার্টে সমস্যা। দ্রুত ভর্তি হতে হবে। বাধ্য হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছি। তবে হার্টে সমস্যা ধরা পড়ায় যতটুকু না কষ্ট পাচ্ছি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি চার দশকের সহকর্মীদের আচরণে। একটি বারের জন্যও কেউ ফোন করে কেমন আছি জিজ্ঞাসা করেনি- এ কেমন আচরণ?’ কমল বলেন, ‘অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নিলে তার মনোবল চাঙা হয়। দীর্ঘদিনের সহকর্মী হিসেবে একটু খোঁজখবর আশা করতেই পারি। যাই হোক কারও কাছে কিছু চাই না। সম্ভব হলে আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন।’ কমল পাটেকর তার চার দশকের অভিনয় জীবনে দুই হাজারেরও বেশি সিনেমায় কাজ করেছেন। তার মুক্তিপ্রতিক্ষীত সিনেমাগুলো হচ্ছে ‘নরসুন্দরী’, ‘বুবুজান’, ‘প্রিয়ারে’, ‘আগুন’, ‘বিক্ষোভ’।এছাড়া প্রস্তুত হচ্ছে, ‘বাঘবন্দি’, ‘চক্কর’, ‘এইতো জীবন’, ‘লটারী’সহ একডজন সিনেমা।