January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 1st, 2022, 9:31 pm

ছাগলের জন্য বিপাকে পুলিশ!

বরিশাল কোতোয়ালি মডেল থানা এলাকায় একটি ছাগলসহ দুই যুবককে আটক করা হয় ২০ এপ্রিল। দুই যুবককে পরের দিন আদালত জেল হাজতে পাঠালেও ছাগল রয়েছে থানাতেই। আর এই নিয়েই বিপাকে পড়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল সন্ধ্যায় নগরীর ব্রজমোহন কলেজের সামনে তালভিটা দ্বিতীয় গলির মুখ থেকে তানজিম ও নাদিম নামে দুই যুবককে একটি চোরাই ছাগলসহ আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরেরদিন গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ আলম বাদী হয়ে মামলা দায়ের করে আটক দুইজনকে আদালতে পাঠালে আদালত জেল হাজতে প্রেরণ করে। তবে ছাগলটি কোতোয়ালি মডেল থানার হেফাজতে রাখা হয়েছে। এই ছাগলের দুর্গন্ধে পুরো থানা ভবনে অতিষ্ঠ পুলিশ সদস্যরা।

এক নারী পুলিশ সদস্য জানান, এক মাসের বেশি সময় ধরে থানা ভবনের নিচ তলায় অপ্রাপ্তবয়স্ক আসামিদের রাখার কক্ষের সামনে বেঁধে রাখা হয়েছে ছাগলটি। ছাগলটিকেও খাবার দিতে হচ্ছে। আর ছাগলের মল মূত্রের দুর্গন্ধে টেকা দায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, আদালত থেকে কোনো নির্দেশনা না দেয়ায় ছাগলটি থানাতে রাখা হয়েছে। ছাগলের কোনো মালিকও আসছে না। তাই এই ছাগল নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে রয়েছি।

—ইউএনবি