যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুরে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ টাকা মূল্যের ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের ১৩৫ পিস স্বর্ণের বারসহ ছয় জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত ৩টার দিকে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
বুধবার যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন-বেনাপোলের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুরের রশিদ মিয়াজির ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লার সিরাজুল ব্যাপারীর ছেলে শাহজালাল, মাদারীপুরের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জের মতিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি।
শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, আটক ব্যক্তিরা ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এই বিজিবি কর্মকর্তা জানান।
—ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ