January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 2nd, 2022, 7:50 pm

বাবার মৃত্যুর পর মুখ খুললেন কেকেকন্যা

অনলাইন ডেস্ক :

পৃথিবীকে ‘আলবিদা’ জানিয়েছেন বলিউডের খ্যাতনামা সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের ভারসোভার মুক্তিধাম শ্মশানে গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে কলকাতা থেকে বাবা এভাবে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরবেন, সেটা মেনে নিতে পারছেন না তার দুই সন্তান নকুল ও তামারা। কেকের মরদেহ নিতে ছেলে কলকাতায় ঘুরে গেলেও তামারা মুম্বাইতেই অপেক্ষা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় সদ্যপ্রয়াত গায়কের শেষকৃত্যের সব তথ্যও শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন তামারা। সেখানে তিনি বলেন, ‘তোমাকে চিরকাল ভালোবাসবো ড্যাড।’ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ভারসোভার বাড়িতেই শায়িত ছিল কেকের মরদেহ। হার্ট অ্যাটাকের জেরেই তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমন তথ্যই জানা গেছে। তবে সম্পূর্ণ রিপোর্ট হাতে আসতে আরও দুইদিন সময় লাগবে। গত মঙ্গলবার (৩১ মে) কলকাতায় একটি গানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেকে। সেখানে গিয়ে গান গাওয়ার মাঝেই অসুস্থবোধ করেন তিনি। হোটেলে ফিরে সেটি মারাত্মক আকার ধারণ করলে গায়ককে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।