January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 2nd, 2022, 7:52 pm

আশিষ বিদ্যার্থীর সঙ্গে কী করছেন মারুফ?

অনলাইন ডেস্ক :

বলিউডসহ দক্ষিণ ভারতীয় ছবির জনপ্রিয় খলনায়ক আশীষ বিদ্যার্থী। বাংলা ছবিতেও তাকে পাওয়া গেছে। এবার এই অভিনেতাকে দেখা গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী রাইসা খানের সঙ্গে। তবে কোনও চলচ্চিত্রের শুটিংয়ে নয়, শুধু আড্ডার জন্য তারা এক ফ্রেমে এসেছেন। গত বুধবার নিউ ইয়র্কের একটি বাংলা খাবারের রেস্টুরেন্টে সাক্ষাৎ হয় তাদের। সে সময় ফুডব্লগার আদনান ফারুক হিল্লোলও সেখানে ছিলেন। আর এ রেস্তোরাঁটি মালিক আরেক বাংলাদেশি, নির্মাতা হিমেল আশরাফ। রেস্টুরেন্ট ব্যবসায় দারুণ সফলতা পাওয়া এই পরিচালকের চতুর্থ প্রতিষ্ঠান এটা। যার উদ্বোধন হয় গত রোজার ঈদে। জানা যায়, গত বুধবার সেখানে খেতে গিয়ে আশীষ বিদ্যার্থীর সঙ্গে দেখা হয় মারুফ ও তার স্ত্রীর। এরপর তারা ক্যামেরাবন্দি হন। ফেসবুকে সেই বিশেষ মুহূর্তের ছবি প্রকাশিত করেছেন মারুফ। ক্যাপশনে ‘ইতিহাস’খ্যাত এ অভিনেতা লেখেন, ‘হিমেল আশরাফের রেস্টুরেন্টে আশীষ বিদ্যার্থীর সঙ্গে আমি এবং আমার স্ত্রী। ছবি তুলে দেওয়ার অন্য আদনান ফারুককে (হিল্লোল) ধন্যবাদ।’ অন্যদিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আমি রেস্তোরাঁ ব্যবসাতেও যুক্ত। ক্রাউন ফ্রাইড চিকেন ও কাচাঘিরি নামের রেস্তোরাঁ হিলসাইড এভে। আর ফ্রেশ কারি ম্যানহাটন ও খলিল বিরিয়ানি কুইন্সে।’ খলিল বিরিয়ানি গত ঈদে চালু হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের অনেক তারকা সেখানে প্রায়ই খেতে যান। কিছুদিন আগে এই নির্মাতা শাকিব খানকে নিয়ে ‘রাজকুমার’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। সিনেমাটির শুটিং হবে যুক্তরাষ্ট্রে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।