January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 2nd, 2022, 7:57 pm

‘এতে করে আমাদের কিছুই যায় আসে না’

অনলাইন ডেস্ক :

জন কবির ও রাফিয়াথ রশীদ মিথিলা। দুজনের পরিচয় তাহসানের মাধ্যমে। তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভেঙে গেলেও এখনো খুব ভালো বন্ধু জন-মিথিলা। দুজনই সংগীত অনুরাগী। আবার অভিনয়ে নাম লিখিয়ে সুনামও কুড়িয়েছেন এ জুটি। দুজনকে একসঙ্গে একাধিক নাটকেও দেখা গেছে। এ জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জনও বাতাসে উড়েছে। তবে সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে পরিচালক সৃজিতের সঙ্গে সংসার বেঁধেছেন মিথিলা। জন-মিথিলার প্রেমের জোর গুঞ্জন বেশ আগে চাউর হয়েছিল। মিথিলা নতুন করে সংসার করছেন। কিন্তু এখনো এ জুটির প্রেম নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায় নানা গল্প। এবার এ বিষয়ে মুখ খুললেন জন কবির। কয়েক দিন আগে বিবিসর সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন এই সংগীতশিল্পী। এ সংক্রান্ত প্রশ্ন শুনেই হেসে উঠেন জন। তারপর বলেন ‘মিথিলা আমার কেমন বন্ধু সেটা আমার আব্বু-আম্মু জানেন। আব্বু তো এখন নেই। মিথিলার সঙ্গে আমার সম্পর্কের গুঞ্জন যখন ছড়ায় তখন আমার আম্মু খুব অবাক হয়েছিলেন। আম্মু আমাকে প্রশ্ন করেছিলেন, মানুষের মাথাটাতা কি খারাপ হয়ে গেছে? আম্মুকে আমি বলেছিলাম, মানুষ তো আর আমাদের ব্যক্তিগতভাবে চেনে না আর মানুষ গল্প বানাতে খুব পছন্দ করে।’ মিথিলার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়লেও তাতে বিশেষ মাথা ব্যথা নেই জনের। তা উল্লেখ করে জন কবির বলেন ‘তাহসানের মাধ্যমে মিথিলার সঙ্গে আমার বন্ধুত্ব। মিথিলার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এমনটা যারা ভাবেন, তারা হয়তো এটা ভেবে মজা পান। কিন্তু একটি বিষয়কে চাপিয়ে দেওয়া হলে তা সমস্যা হয়ে দাঁড়ায়। আমি আমার জীবন যাপন করছি, আমি তো আমাকে জানি। মানুষ যা ভাবে তাতে আমাদের জীবন বদলে যাবে না। এতে করে আমার, তাহসান, মিথিলার কিছু যায় আসে না।’