অনলাইন ডেস্ক :
রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে চরম দুঃসময় কাটাচ্ছে শ্রীলঙ্কা। এর মাঝে অবশ্য ক্রিকেট থেমে নেই। সদ্যই বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। এবার নিজেদের মাটিতে তারা মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার মাটিতে পা রেখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এই সফরের আগে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড করোনায় আক্রান্ত হওয়ায় কলম্বোয় আগামী ৭ জুন হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো। বিমানবন্দরে অজি দলের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে তাদের অভিবাদন জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এএলসি)। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ১৪ জুন থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপ ২৯ জুন থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই থেকে।

আরও পড়ুন
মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি
বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ