অনলাইন ডেস্ক :
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার হামলাকারীরা একজন হিন্দু ব্যাংক ম্যানেজার এবং একজন শ্রমিককে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, যারা এই অঞ্চলের ভারতীয় শাসনের বিরুদ্ধে তারা এ হামলার জন্য দায়ী।
জম্মু-কাশ্মীর পুলিশ পৃথক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চাদুরা শহরের কাছে একটি ইট কারখানায় জঙ্গিরা দুই হিন্দু শ্রমিককে গুলি করে আহত করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে বিহারের এক শ্রমিকের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার, সন্দেহভাজন জঙ্গিরা দক্ষিণ কুলগাম জেলায় ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে হত্যা করেছে। ভারতের রাজস্থান রাজ্যের বিজয় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মারা যান।
সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন মুখোশধারী আততায়ী ব্যাংকে ঢুকে বিজয়ের ওপর গুলি ছুড়ছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩