January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 12th, 2021, 8:04 pm

অস্ট্রেলিয়ায় চলতি বছরে করোনায় প্রথম মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ায় এই বছরে প্রথমবারের মতো স্থানীয়ভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, ৯০ বছর বয়সী এক নারী সিডনিতে প্রাণ হারিয়েছেন। পারিবারিকভাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। রোববার নিউ সাউথ ওয়েলসে ৭৭ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫২ জন হাসপাতালে রয়েছে এবং ১৫ জন আইসিইউতে রয়েছে। বর্তমানে সিডনিতে লকডাউন চলছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এই শহরটিতেও বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার দেখা যাচ্ছে। গত ১০ মাসে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটলো। সোমবার দৈনন্দিন সংক্রমণ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এনএসডব্লিউ প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান। রোববার তিনি বলেন, সেটা যদি ১০০ এর নিচে হয় তাহলে আমিই হতবাক হবো। আগামীকাল ও তার পরের দিনগুলো ভয়ানক হবে। খুব খারাপ হবে আজ আমরা যেমন দিন দেখছি তার থেকে। করোনাভাইরাস মহামারীর শুরু থেকে এখন পযন্ত অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৯১১ জন। লকডাউন দিয়ে আর কনট্যাক্ট ট্রেসিং করেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে দেশটি। বর্তমানে সেখানে ১০ শতাংশেরও কম মানুষ পুরোপুরি ভ্যাকসিন নিয়েছে। তবে সরবরাহের স্বল্পতার কারণে এই বছরের শেষেও অনেকে ভ্যাকসিন নিতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।