অনলাইন ডেস্ক :
আগামী ১৭ জুলাই থেকে ঈদের দিন ২১ জুলাই পর্যন্ত ৫দিন রাজধানী ঢাকায় কোরবানি পশুর হাট বসবে। ইজারাদাররা পশু বিক্রি শুরুর দুই দিন আগে এই হাটগুলোর প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। দুই সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১৯টি অস্থায়ী হাটের ইজারাদারদের এই শর্ত দেওয়া হয়েছে। এ ছাড়া হাট পরিচালনার জন্য আরও ৪৬টি শর্ত মানতে হবে ইজারাদারকে। সোমবার (১২ জুলাই) দুই সিটি করপোরেশনের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, আমরা ইজারাদারদেরকে পশু বিক্রি করার জন্য ৫দিন সময় দিয়েছি। যেহেতু আগামী ২১ জলাই পবিত্র ঈদুল আজজা উদযাপিত হবে, সেহেতু ১৭ জুলাই থেকে তারা পশু বিক্রি করতে পারবেন। আর ১৫ জুলাই থেকে পশুর হাটের প্রস্তুতি নিতে পারবেন। অপরদিকে উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, আমাদের একটি স্থায়ী হাটসহ মোট ১০টি কোরবানি পশুর হাট বসবে। এই হাটগুলো ঈদের দিনসহ তার আগের পাঁচ দিন বসবে। অর্থাৎ ১৭ জুলাই থেকে হাটে বিক্রি শুরু হবে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি পালন করতে হবে।
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন