January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 6th, 2022, 9:16 pm

‘হলের সিট দখল’ নিয়ে ঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

সিট দখলের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে বাংলাদেশ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা তালা ঝুলিয়েছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ২০২০ সালের শুরুতে ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ রানাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হলেও তিনি হলের ২২ নম্বর কক্ষে অবৈধভাবে থাকতেন।

সম্প্রতি মাসুদ রানা হল থেকে বের হলে ছাত্রলীগের এসএম হল শাখার সভাপতি তানভীর সিকদার এক শিক্ষার্থীকে ওই সিটে থাকতে বলেন।

রবিবার রাত ১০টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিশাত সরকার ও তার অনুসারীরা ওই আসনটি আরেকজনকে দিতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে।

তানভীর সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, ‘জয়পুরহাটের এক শিক্ষার্থী গত এক সপ্তাহ ধরে মাসুদ রানার সিটে আছেন। কিন্তু জিএসের অনুসারীরা এটাকে নিজেদের আসন দাবি করে সেখান থেকে ওই ছাত্রকে বের করে দেয়ার চেষ্টা করছে।’

অন্যদিকে মিশাত সরকার বলেন, ‘মাসুদ রানা হল থেকে যাওয়ার পর এই সিটটি তাদের দেয়া হয়েছিল। কিন্তু তানভীরের অনুসারীরা জোর করে সিটটি দখলের চেষ্টা করে।’

হল কর্তৃপক্ষের কেউ সেখানে বিষয়টি নিষ্পত্তি করতে আসেনি বলে অভিযোগ কয়েকজন শিক্ষার্থীর।

এ বিষয়ে হলের প্রভোস্ট মুজিবুর রহমান বলেন, ‘বড় কিছু ঘটেনি, সমস্যাটি সমাধান করা হয়েছে।’

—ইউএনবি