দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে জেলার ব্যাংককালি এলাকায় ঢাকাগামী আহসান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিজ্রের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, দুর্ঘটনায় আহত বাসের চালক ও হেলপারকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুত্বর আহত আরও ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
—ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো