রাজশাহীতে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা নাইম হাসান বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। হামলার শিকার পুলিশ সদস্য আতিকুর রহমান রাজশাহী জেলা পুলিশে কর্মরত।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বানেশ্বর কলেজ মাঠে সোমবার দুপুরে ওই ছাত্রলীগ নেতার বাবার ভটভটিতে একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে তার বাবা আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জেলা পুলিশের একটি দলকে টহলরত দেখতে পায় নাইম।তখনই আতিকুর রহমান নামের ও্ই পুলিশ সদস্যের ওপর হঠাৎ কিল ঘুষি ও লাথি মারে সে। এতে ওই পুলিশ সদস্য মুখে ও মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় একজন এসআই বাদী হয়ে নাইম ও তার বাবার বিরুদ্ধে মামলা করেছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন