অনলাইন ডেস্ক :
গত বছর ১২ মে লকডাউনের মাঝেই আংটি বদল হয়েছিল লাক্স তারকা প্রসূন আজাদের। পাত্র দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফার। এরপর ৩০ জুলাই তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শোবিজকে বিদায় জানিয়ে প্রসূন এখন পুরোদস্তুর সংসারী মানুষ। এর মধ্যে জানালেন সুখবর, মা হতে চলেছেন তিনি। ঢাকার মনোয়ারা হাসপাতালে ক নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা। প্রসূন বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাইও পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হব। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন। প্রসূন বলেন, এখনো আর্লি স্টেজে আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও কোনো ভারী কাজ করছি না। বিশ্রামে আছি আর অনাগত সন্তানকে নিয়ে ভাবছি। আমার জন্য সবাই দোয়া করবেন
আরও পড়ুন
মধুমিতায় সিনেমা প্রদর্শণী বন্ধ
আর্থিক সহায়তা নয়, ফরিদার পরিবার চায় উন্নত চিকিৎসার দায়িত্ব নিক রাষ্ট্র
লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা