January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 7th, 2022, 7:29 pm

‘জেনারেশন অ্যাওয়ার্ড’ পেলেন জেনিফার

অনলাইন ডেস্ক :

গত ৫ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসেছিল ‘এমটিভি মুভি ও টিভি অ্যাওয়ার্ড’-এর আসর। এবারের আসরে সম্মানজনক ‘জেনারেশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন জেনিফার লোপেজ। সিনেমা ও টিভি দুই ক্ষেত্রেই অবদান রাখার জন্য দেওয়া হয় এই পুরস্কার। সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম।’ শুধু তাই নয়, টম হল্যান্ড নিয়েছেন ‘বেস্ট পারফর্মেন্স’ পুরস্কার। আর ‘বেস্ট পারফর্মেন্স ইন অ্যা শো’ পুরস্কার জিতেছেন জেনডায়া। ‘ব্ল্যাক উইডো’ ছবির জন্য ‘বেস্ট হিরো’ পুরস্কার পেয়েছেন স্কারলেট জোহানসন। ‘দ্য লস্ট সিটি’ ছবির জন্য ‘বেস্ট ভিলেন’ হয়েছেন ড্রানিয়েল রেডক্লিফ। ‘জ্যাক ব্ল্যাক’ জিতেছেন ‘কমেডিজ জিনিয়াস অ্যাওয়ার্ড’। ‘ফ্রি গাই’ ছবির জন্য ‘বেস্ট কমেডিক পারফর্মেন্স’ পুরস্কার জিতেছেন রায়ান রেনল্ডস