অনলাইন ডেস্ক :
ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপি নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের অবমাননাকর বক্তব্যে পর উদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন মুসলিম দেশের নিন্দা জ্ঞাপন অব্যাহত রয়েছে। এনডিটিভি জানায়, কূটনৈতিকভাবে ভারতের ক্ষোভ প্রশমিত করার অব্যাহত প্রচেষ্টার মধ্যে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরান, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া এবং ইন্দোনেশিয়া সহ অন্তত ১৫টি মুসলিম দেশ বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এই মন্তব্যের নিন্দা জ্ঞাপন করেছে এবং ভারতে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত আছে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। দেশগুলো মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। দেশটিতে বিরোধী দলগুলি বিজেপির দুই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাপ প্রয়োগ করছে এবং দলটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলেছে। সম্প্রতি বিজেপির দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। বিজেপির উত্তর প্রদেশ শাখার মুখপাত্র নূপুর শর্মা ও তার সহকর্মী নাভিন কুমার জিন্দালকে তাদের অবমাননাকর মন্তব্যের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। আরব দেশগুলোর ক্ষোভ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক জ¦ালানী সমৃদ্ধ দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। যা দেশের জ¦ালানি আমদানির শীর্ষ উৎস। রোববার এক বিবৃতিতে বিজেপি জানায়, কোনও মতাদর্শের বিরুদ্ধে বা সম্প্রদায় বা ধর্মকে হেয় করে এই ধরনের কোন মত বা দর্শনকে প্রচার করে না দলটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আপত্তিকর টুইট ও মন্তব্য কোনোভাবেই সরকারের মতামতকে প্রতিফলিত করে না। এই মন্তব্যের পর পরই বিভিন্ন আরব দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। গত সপ্তাহে একটি টিভি টকশোতে নূপুর শর্মা মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিজেপির মিডিয়া প্রধান নবীন জিন্দাল মহানবী সম্পর্কে একটি টুইট পোস্ট করেছিলেন, যা পরে তিনি সরিয়ে ফেলেন।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩