অনলাইন ডেস্ক :
ঘনিষ্ঠ বন্ধুর গুলিতে প্রাণ হারিয়েছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী অরলান্দো জর্জ মেরা। নিজ কার্যালয়ে হামলায় প্রাণ হারান তিনি। স্থানীয় সময় গত সোমবার এ ঘটনা ঘটে। জানা গেছে, ৫৫ বছর বয়সী আরলান্দোকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোঁড়া হয়। এ সময় অফিসে বসে বৈঠক করছিলেন তিনি। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। হামলাকারীর নাম মিগুয়েল ক্রুজ। এই ব্যক্তি মন্ত্রীর ছোটবেলার বন্ধু বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। তবে কেন এ হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। এক বিবৃতিতে জর্জ মেরার পরিবারও জানিয়েছে, শৈশবের বন্ধুর গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। ২০২০ সালের জুলাই মাসে ক্ষমতায় আসার পর থেকে বর্তমান প্রেসিডেন্ট লুইস আবিনাদারের প্রশাসনের দায়িত্ব পালন করেন জর্জ মেরা। জর্জ মেরার নিহত হওয়ার ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আবিনাদার। তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। প্রেসিডেন্ট আরও বলেন, একজন ভালো বন্ধু হারিয়েছেন তিনি।
আরও পড়ুন
অবশেষে অস্ত্র সমর্পণ করতে যাচ্ছে পিকেকে
ভারতীয় বাংলাভাষীদের বাংলাদেশি বলা বন্ধ করুন: মমতা
সেনাপ্রধানের চাপে প্রেসিডেন্টের পদত্যাগের খবর, প্রত্যাখ্যান করল পাকিস্তান সরকার