ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন তার সরকার এবং ভারতের জনগণ বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দিতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরিত এক শোক বার্তায় মোদি আরও বলেছেন, চট্টগ্রামে একটি কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে এত মূল্যবান প্রাণের ক্ষতি এবং অনেকের আহত হওয়ার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি।
তিনি বলেন, এই কঠিন সময়ে সমগ্র ভারতবাসী বাংলাদেশের সঙ্গে শোকাহত।
ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার ও জনগণের আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও জানিয়েছেন।
—-ইউএনবি

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা