January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 9th, 2022, 8:16 pm

বাংলাদেশের বিপক্ষে নতুন তিন মুখ, নেই হোল্ডার

অনলাইন ডেস্ক :

জাতীয় দলের হয়ে টানা খেলে চলেছেন তিনি। এ ছাড়া এবারের আইপিএলেও লখনউ সুপার জায়ান্টসের হয়ে ব্যস্ত সময় পার করেছেন জেসন হোল্ডার। তাই বিশ্রামের প্রয়োজন এই অলরাউন্ডারের। এজন্য বাংলাদেশ সিরিজই বেছে নিয়েছেন তিনি। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- সব ফরম্যাটই খেলবে বাংলাদেশ। যার কোনোটিতে খেলবেন না হোল্ডার। স্বাভাবিকভাবেই তাকে ছাড়া প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। যেখানে রয়েছে তিন নতুন মুখ। ১৬ জুন অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের লড়াই। এই টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের ম্যাচের স্কোয়াডে রয়েছে তিন নতুন মুখ। তারা হলেন- উইকেটকিপার ব্যাটার ডেভন টমাস, বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। টেস্ট আঙিনায় নতুন হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে টমাসের। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২১ ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। একটিমাত্র টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা মোটি গত বছরের সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে ক্যারিবিয়ান স্কোয়াডে ছিলেন। অন্যদিকে ফিলিপ কিছুদিন আগের ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। যদিও মাঠে নামার সুযোগ হয়নি তার। এই পেসার দিনকয়েক আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে খেলেছেন। চলমান পাকিস্তান সিরিজের স্কোয়াডেও আছেন তিনি। অভিজ্ঞ পেসার কেমার রোচের খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষার ফলের ওপর। তাকে মূল স্কোয়াডে রাখা হয়নি। যদি তিনি ফিটনেসে উতরে যেতে পারেন, তাহলে অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড হবে ১৩ জনের। তবে অভিজ্ঞ অলরাউন্ডার হোল্ডার একেবারেই নেই। শুধু অ্যান্টিগা টেস্ট নয়, বাংলাদেশ বিপক্ষে কোনও ফরম্যাটেই খেলবেন না তিনি। আইপিএল শেষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে বিশ্রাম ও রিকোভারির অনুরোধ জানিয়ে ছুটির আবেদন করেছিলেন। বোর্ড তাতে সাড়া দিয়েছে। যে কারণে পুরো সিরিজেই খেলবেন না সাবেক এই অধিানয়ক। ওয়েস্ট ইন্ডিজ মূল স্কোয়াডের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় রেখেছে দুজন- পেসার শেরমন লুইস ও ব্যাটার তেজেনারায়ণ চন্দরপল, যিনি ক্যারিবিয়ান গ্রেট শিবনারায়ণ চন্দরপলের ছেলে। ক্যারিবিয়ান অঞ্চল সফরে বাংলাদেশ দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে দুই দলের লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই মিশন শুরু হবে টেস্ট দিয়ে। ১৬ থেকে ২০ জুন অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট। এরপর ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট। লাল বলের লড়াই শেষে মাঠে গড়াবে সীমিত ওভারের ক্রিকেট। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ। ২ জুন ডমিনিকায় কুড়ি ওভারের প্রথম ম্যাচ। পরের দিন ৩ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর তৃতীয় টি-টোয়েন্টি হবে গায়ানায়, ৭ জুলাই। সফরের শেষ অংশে ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের তিনটি ম্যাচই গায়ানায়। ম্যাচগুলো হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট স্কোয়াড: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জোশুয়া দা সিলভা (উইকেটকিপার), আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুডাকেস মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, জেডেন সেলস, ডেভন টমাস।
ফিটনেস সাপেক্ষে: কেমার রোচ।
রিজার্ভস: শেরমন লুইস ও তেজেনারায়ণ চন্দরপল।