January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 10th, 2022, 9:04 pm

সখীপুরে নজরুল উৎসব পালিত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখীপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল উৎসব পালন করা হয়েছে। শুক্রবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গীতি কবি শিল্পী সংসদ এ উৎসবের আয়োজন করে।
অধ্যাপক আলীম মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, গীতি কবি শিল্পী সংসদের সভাপতি কণ্ঠশিল্পী এম এ হাশেম।
এ সময় সখীপুর উপজেলা পরিষদের চেয়াারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কবি মাহমুদ কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা, নজরুলকে নিবেদিত কবিতা পাঠ, কবি পরিবারের সান্নিধ্য, নজরুল সংগীতের বিশেষ অনুষ্ঠান; আজি মধুর বাঁশরি বাজে, সেমিনার, নজরুলের স্বদেশী গান; চেতনায় জাগ্রত অনির্বাণ, সবশেষে নজরুল গীতিনৃত্যালেখ্য; আমার গানের মালা পরিবেশিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন গীতি কবি শিল্পী সংসদের উপদেষ্টা শাকিল আনোয়ার। উৎসবে ঢাকা-টাঙ্গাইলসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সংস্কৃতিকর্মী, শিল্পীবৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।