January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 12th, 2022, 1:43 pm

ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের

অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকির অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। তবে এই ঘটনাকে মিথ্যা দাবি করেছেন অভিনেতা জায়েদ খান।

শুক্রবার রাজধানীর একটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা জানাতে ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইউএনবিকে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা সংবাদ। কোনো বিষয়ে সত্যটা না জেনে খবর প্রকাশ খুবই দুঃখজনক। যা কিছু রটিয়েছে তার কোনোকিছুই ঘটেনি।’

ডিপজল বলেন, ‌‘একটি বিয়ের অনুষ্ঠানে কেউ পিস্তল নিয়ে ঢুকে যাবে! এতই সহজ। সবাইকে চেক করিয়ে অনুষ্ঠানে প্রবেশ করানো হয়েছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম। এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। এ নিয়ে যা প্রকাশ হয়েছে তা পুরোটাই ভিত্তিহীন।’

তবে ডিপজলের ভিত্তিহীন দাবির ঘটনাটি গণমাধ্যমে একটু অন্যভাবে উঠে আসে। জানা যায়, বিয়ের অনুষ্ঠানে মৌসুমীর সঙ্গে খারাপ ব্যবহার করেন জায়েদ খান। আর এ কারণে জায়েদের ওপর চটে যান ওমর সানি। আর সেখান থেকেই ঘটনাটি আরও বড় আকার ধারণ করে।

বিষয়টি জানতে ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।

আর যাকে নিয়ে এতো আলোচনা সেই জায়েদ খান ইউএনবিকে বলেন, ‌‘এটা পুরো ভিত্তিহীন একটি খবর। আমাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। এমন কোনো কিছু হয়নি যা একটি মিথ্যা সংবাদের জন্ম দিতে পারে।’

—ইউএনবি