January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 12th, 2022, 2:06 pm

ইউটিউবে সিলভার প্লে বাটন পেলেন তানজিন তিশা

তারকাদের অনেকেই এখন ইউটিউবে বেশ সরব। ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা তাদের একজন। তার ইউটিউব চ্যানেলের নাম ‘তানজিন তিশা অফিশিয়াল’।
তানজিন তিশা তার চ্যানেলের জন্য এবার পেলেন ‘সিলভার প্লে বাটন’। খবরটি অভিনেত্রী নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।
ছবিসহ ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘করোনার সময় এই ইউটিউব চ্যানেলটি খুলি। আর অল্প সময়ে ভক্তদের অনেক ভালোবাসা পেয়েছি। যার ফলাফল এই সিলভার বাটন।’
তিশা লেখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা আমার সঙ্গে সব সময় থাকার জন্য। সবার প্রতি ভালোবাসা।’
তিশা বর্তমানে ব্যস্ত আছেন নিয়মিত নাটকের শুটিং নিয়ে। কোরবানি ঈদ উপলক্ষে এবারও একাধিক নাটকে তাকে দেখা যাবে।

—ইউএনবি