অনলাইন ডেস্ক :
ট্রেন্টব্রিজে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে শেষ ব্যাটার হিসেবে আউট হন মিচেল। তবে ডাবল সেঞ্চুরি মিস করলেও আক্ষেপ নেই তাঁর। টেস্টের দ্বিতীয় দিন শেষে মিচেল বলেন, ‘সত্যি বলছি, ব্যক্তিগতভাবে ডাবল সেঞ্চুরি আমার কাছে বড় কিছু নয়। টেস্ট ম্যাচ জিততে সহায়ক হতে পারে এমন অবদান রাখতে পারাটাই দারুণ ব্যাপার। সেঞ্চুরি অতিক্রম করা যে কোনো ইনিংসই ভালো। তাই আমি শুধু চেষ্টা করছিলাম দলের জন্য ভালো কিছু করতে। ’শেষ উইকেট জুটিতে ট্রেন্ট বোল্টের সঙ্গে ৩৩ রান যোগ করেন মিচেল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শেষ দিকে গিয়ে (ট্রেন্ট) বোল্টির সঙ্গে ব্যাটিং করা সবসময় মজার। সে সবসময় বিনোদন দিয়ে থাকে। ’এদিকে, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন চলছে। নিউজিল্যান্ডের ৫৫৩ রানের জবাবে ২ উইকেটে ১৬৯ রান তুলেছে ইংল্যান্ড। ওলি পোপ ৭৮ ও জো রুট ১৫ রানে ব্যাট করছেন।
আরও পড়ুন
পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল বাংলাদেশ
রাত আড়াইটায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে
বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত