জেলা প্রতিনিধি, সিলেট :
হযরত শাহজালাল (র.) এর পূণ্যভুমি- সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো পাঁচতারকা হোটল ‘সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট।
১১জুন শনিবার সন্ধ্যায় চায়ের দেশ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে অবস্থিত কাদিমনগর ইউনিয়ন পরিষদের বড়োশালায় ৫ তারকা হোটেলটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা এলাকার সাংসদ হাবিবুর রহমান হাবিব, মহিবুর রহমান মানিক এমপি, অগ্রণী বাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামস-উল ইসলাম, বিআইডিএস’র চেয়ারম্যান ড. জাহেদ বখত, সিলেট জেলা প্রশাসক মজিবুর রহমান, পুলিশের সিলেট অঞ্চলের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জিওসি মেজর জেনারেল হামিদুল হক, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলসহ শীর্ষ ব্যবসায়ী ও ব্যক্তিত্ব।
গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট -এর চেয়ারম্যান আলি মোহাম্মাদ জাকারিয়া আনুষ্ঠানিক বক্তব্যে বলেন, সিলেটে বসবাসরত পর্যটকেরা ছাড়াও দেশ-বিদেশের ভ্রমণপিপাসুরা যেন দ্বিগুণহারে তাদের আন্তর্জাতিক মানের হোটেলে আতিথেয়তা গ্রহণ করে সেই উদ্দেশ্যেই এমন একটি পাঁচ তারকা হোটেলের উদ্যোগ তিনি নিয়েছেন। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট -এর বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধার বর্ণনা দিতে গিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফখর উদ্দিন রাজী বলেন- ২৩৫টি সুসজ্জিত কক্ষ, সুইমিংপুল, জিম, স্পা, ২১০টি আসন সম্পন্ন সিনেমা হল এবং শিশুদের জন্য ফ্যান্টাসি আর্কেড নামক বিশেষ খেলার জায়গা রয়েছে এই ভেন্যুতে। এখানেই শেষ নয়; আছে ৫টি ভিন্ন ভিন্ন স্বাদের খাবারের ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট- সিগনেচার অল ডে ডাইনিং, স্মোকি গ্রিল, স্কাই কাবানা, সাহারা লাউঞ্চ, এসপ্রেসো ডেলি নামক কফি শপ তন্মধ্যে অন্যতম বলে জানান এমডি। বলেন- এসব রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের খাবারের সুব্যবস্থা রয়েছে; এছাড়াও আছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৫৫০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন বিশেষ ব্যাঙ্কুয়েট হল- যেখানে সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন রকমের কর্পোরেট ইভেন্ট আয়োজন করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান পরিচালনা পর্ষদ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা।
আরও পড়ুন
চালের বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ী ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল
বছরের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২২ কোটি ডলার