স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনে তরুণদের মূল অংশীজন হওয়ার ক্ষমতা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল।
তিনি বলেন, ‘জলবায়ু কার্যক্রম যুক্তরাজ্যের অগ্রাধিকার এবং আমি আনন্দিত যে আমরা এই বছরের ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডকে সমর্থন করেছি, বাংলাদেশে পরবর্তী প্রজন্মের জলবায়ু স্টুয়ার্ডদের প্রতিষ্ঠা করতে সাহায্য করেছি।’
শনিবার বাংলাদেশ ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড ২০২২ এর ফাইনালিস্টদের স্বীকৃতি দিতে ভারপ্রাপ্ত হাইকমিশনার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত ৩৫ জন প্রতিযোগীর মধ্যে পাঁচজন ২৪-৩০ আগস্ট অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
প্যাটেল বলেন, আমি আজ এখানকার তরুণদের দ্বারা অনুপ্রাণিত এবং আমি বিশ্বাস করি জলবায়ু সংকট মোকাবিলায় তাদের পদক্ষেপ ও প্রতিশ্রুতি তাদের ঠিক এই কাজটি করতে সাহায্য করবে।
২০১২ সাল থেকে প্রতিবছর জাতীয় পর্যায়ে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের আয়োজন করে বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ।
—ইউএনবি
আরও পড়ুন
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
তা’মীরুল মিল্লাত মাদরাসায় ২০২৫ সালের বই বিতরণ উৎসব সফলভাবে সম্পন্ন
কাল থেকে সব জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শুরু