অনলাইন ডেস্ক :
পার্টিতে মাদক নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর। রোববার রাতে বেঙ্গালুরুর এক পার্টি থেকে আটক করা হয়েছে সিদ্ধান্তকে। পুলিশ সূত্রে খবর, পরীক্ষায় সিদ্ধান্তের শরীরে মাদকের উপস্থিতি মিলেছে। তবে ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা বলে মনে করছেন অভিনেতা শক্তি কাপুর। সন্তান এমন কাজ করেছেন, তা মানতে নারাজ শক্তি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি শুধু একটাই কথা বলতে পারি। এটা সম্ভব নয়।’ গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাতে বেঙ্গালুরুর এমজি রোডের একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেখানেই পার্টি চলছিল। পরবর্তীতে পার্টি থেকে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পার্টির ৩৫ জন অতিথির মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে যে ৬ জনের মাদক সেবনের প্রমাণ মিলেছে, তাদের মধ্যে রয়েছেন সিদ্ধান্ত। তবে তিনি আগে থেকেই মাদক সেবন করেছিলেন নাকি পার্টিতে গিয়ে মাদক নেন, এখনও পর্যন্ত তা স্পষ্ট ভাবে জানা যায়নি। বলিউডে সক্রিয় ভাবে কাজ করছিলেন সিদ্ধান্ত। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি অভিনীত ‘চেহরে’ ছবিতে। এ ছাড়াও ‘শ্যুটআউট অ্যাট ওয়াডালা’, ‘আগলি’, ‘হাসিনা পার্কার’, ‘জাজবা’, ‘ভূত-পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাকে। এর আগে ২০২০ সালে মাদক বিরোধী সংস্থার নজরদারিতে পরেছিলেন শ্রদ্ধা কাপুর। আর এবার আটক হলেন সিদ্ধান্ত। তবে এমন পরিস্থিতিতেও ছেলের উপর আস্থা হারাচ্ছেন না শক্তি। -দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির