নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ওপর হামলার ঘটনায় ৩৬ জনকে আটক করা নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে আদমজী বিহারী ক্যাম্পের বাসিন্দারা সিদ্ধিরগঞ্জ থানা ঘেরাও করলে এই ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বিক্ষোভকারীরা নারায়ণগঞ্জ-আদমজী-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা যানবাহন চলাচলে বাধা দেয় এবং পুলিশ কর্মকর্তারা তাদের রাস্তা থেকে সরাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, যার ফলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এর আগে সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হকের ওপর হামলার ঘটনায় ৩৬ জনকে আটক করেছে পুলিশ।
তবে বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেন দাবি করেন, রবিবার রাতে পুলিশ ক্যাম্পের ভেতরে অভিযান চালিয়ে অনেক নারী-পুরুষকে মারধর করে। যারা হামলায় জড়িত ছিল না তাদেরও পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার জুমার নামাজের পর ভারতে বিজেপি নেতাদের সাম্প্রতিক ইসলাম বিরোধী মন্তব্যের প্রতিবাদে শত শত মুসলমান বিক্ষোভ করে। এসময় আহত এসআই বিক্ষোভকারীদের ভারতের বিষয় নিয়ে মাথা না ঘামানোর আহ্বান জানালে তার ওপর হামলা চালায় স্থানীয়রা।
তবে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাদের বিক্ষোভে অংশ নিতে বাধা দেয়।
এ সময় স্থানীয়রা হামলা চালালে এসআই সৈয়দ আজিজুল হক আহত হন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
—ইউএনবি
আরও পড়ুন
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ