অনলাইন ডেস্ক :
উত্তর বুরকিনা ফাসোতে সপ্তাহান্তে বন্দুকধারীরা অন্তত ৫৫ জনকে হত্যা করেছে বলে জানা গেছে। ইসলামিক চরমপন্থীদের একটি দল এসকল হত্যাকান্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
সোমবার কর্তৃপক্ষ ৫৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারের মুখপাত্র ওয়েন্ডকৌনি জোয়েল লিওনেল বিলগো এক সংবাদ সম্মেলনে বলেছেন,পশ্চিম আফ্রিকার দেশ সেনো প্রদেশের সেতেঙ্গায় সন্দেহভাজন জঙ্গিরা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।
গত দুই বছরে বুরকিনা ফাসোতে ইসলামিক চরমপন্থীদের দায়ী করা সহিংসতায় প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছে। আরও দুই মিলিয়ন মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ