January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 14th, 2022, 7:48 pm

ফের কটূ কথার জবাব দিলেন স্বস্তিকা

অনলাইন ডেস্ক :

পর্দায় দর্শক হৃদয় কাঁপালেও অন্তর্জাল নিয়ে মোটেই স্বস্তিতে থাকেন না স্বস্তিকা মুখার্জি। খোলামেলা পোশাকের কারণে প্রায়ই সমালোচনার শিকার হন তিনি। নেটিজেনদের নোংরা মন্তব্য অনেকটা সয়ে গেছে তার। এবার পোশাক ও শরীর নিয়ে মানুষের কটূ কথার জবাব দিলেন অভিনেত্রী। স্পষ্ট ভাষায় স্বস্তিকা বলেন, ‘আমার স্তন কিংবা আমার শরীরের কোনো অঙ্গ, সেটাকে ব্যক্তিগতভাবে যেভাবে খুশি মেলে ধরব, তা নিয়ে কারোর কোনও অসুবিধা হলে, দায় আমায় নয়। কোন পোশাক পরব, তা আমিই ঠিক করব।’ স্বস্তিকা আরও বলেন, ‘কোনও পাবলিক ফিগার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। অনেক বেশি আঙুল ওঠে। সোশ্যাল মিডিয়ায় আমি নানান কিছু পোস্ট করি। সেটা কোনো সেমিনার, কোনো ছবি বা বক্তব্য হতে পারে। আমার মনে হয়, আমি সাহস করে কিছু পোস্ট করলে বা কোনো বক্তব্য রাখলে সেটা সাধারণ কোনো নারীকে অনুপ্রাণিত করতে পারে।’ সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রলের শিকার হয়েছেন স্বস্তিকা। একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘একবার আমি একটা ছবি পোস্ট করেছিলাম, যেখানে আমার স্তন নিয়ে নানান আলোচনা, কু-মন্তব্য উঠে এসেছিল। আমি বলেছিলাম, পেশায় যখন আমি একজন অভিনেত্রী কিংবা গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যক্তি, তখন চরিত্রের প্রয়োজনে, দর্শকদের জন্য স্তন বা চেহারা যেভাবে তুলে ধরা দরকার, সেটা আমি করব। সেখানে আমি বডি সিমার লাগাতে পারি, প্যাডেড কিংবা পুশআপ ব্রা পরতে পারি। তবে ব্যক্তিগত জীবনে আমি অন্তঃবাস পরে বা না পরে, যেভাবে খুশি ছবি পোস্ট করতে পারি। আমার চেহারার কোনো অঙ্গ হয়ত কারোর অপছন্দ হতে পারে। আমার ব্যক্তিগত কিছু নিয়ে কারোর অসুবিধা হলে তার দায় আমার নয়।’ স্বস্তিকার মতে, শরীরের গড়ন, রঙ কিংবা কাজ নিয়ে নারীদের হীনমন্যতায় ভোগা উচিত নয়। মানুষের কথায় গুরুত্ব না দিয়ে বরং নিজের ইচ্ছে মতোই চলা উচিত।