অনলাইন ডেস্ক :
তামিল সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়। তার পরবর্তী সিনেমা ‘থালাপাতি ৬৬’। ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন বিজয়-রাশমিকা মান্দানা। নিরাপত্তার মধ্য দিয়ে শুটিং করলেও সিনেমাটির শুটিং সেট থেকে কিছু স্থিরচিত্র ফাঁস হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব ছবির মধ্যে একটিতে দেখা যায়, বাহারি ফুলের অনেক গাছ শোভা পাচ্ছে টবে। কিন্তু অধিকাংশ টবগুলো পড়ে গেছে। সেসবের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বিজয় ও রাশমিকা। বিভিন্ন স্থানে লাইট-ক্যামেরা নিয়ে ব্যস্ত সংশ্লিষ্টরা। তা ছাড়াও আরো কটি ছবি ফাঁস হয়েছে। এসব ছবি এখন অন্তর্জালে ভাইরাল। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে সিনেমাটির শুটিং করছেন বিজয়-রাশমিকা। আকস্মিকভাবে শুটিং সেটের ছবি ফাঁস হওয়ায় ভীষণ বিরক্ত পরিচালক ভামসি। এখন থেকে শুটিং সেটে মুঠোফোন পুরোপুরি নিষিদ্ধ করেছেন এই নির্মাতা। পারিবারিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে বিজয়-রাশমিকার এ সিনেমা। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেনÑপ্রকাশ রাজ, শ্যাম, যোগী বাবু, শ্রীকান্ত, খুশবু প্রমুখ। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির