অনলাইন ডেস্ক :
পর্দা নেমেছে বিশ্বের অন্যতম রান্না বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র এবারের আসরের। এবারের আসরে প্রথম স্থান অধিকার করে নেন জাস্টিন নারায়ণ। পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে পিট ক্যাম্পবেল এবং কিশোয়ার চৌধুরী।
বিশ্বের প্রায় ৪০টি দেশ মাস্টারশেফ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। মাস্টারশেফ প্রতিযোগিতায় বিশ্বে জনপ্রিয়তার দিক দিয়ে তালিকার শীর্ষে রয়েছে ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’।
সম্প্রতি মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরীর কয়েক পদের রান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। লাউ চিংড়ি, বেগুন ভর্তা, খিচুড়ি, আমের টক, খাসির রেজালা, ফুচকা, চটপটি, সমুচার রেসিপি দিয়ে সবাইকে অবাক করে দেন কিশোয়ার।
ফাইনালে বাঙালির চিরচেনা ও ঐতিহ্যের পান্তা ভাত আর আলু ভর্তা দিয়েই বিচারকসহ সারাবিশ্বের বাঙালিদের মন জয় করে নেন কিশোয়ার।
কিশোয়ার চৌধুরী জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার শীর্ষ তিনে জায়গা করে নেয়ার পাশাপাশি পুরো বিশ্বকে বাঙালি খাবারের সাথে আবারও পরিচয় করিয়ে দিলেন।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
সুপার স্টার গ্রুপের ‘ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি’