জেলা প্রতিনিধি, সিলেট :
‘জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই শ্লোগানে সিলেটে জনশুমারি ও গৃহগনণা-২০২২ শুরু হয়েছে।
এ উপলক্ষে ১৫ জুন বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কার্যালয় চত্বরে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
এতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সিলেট বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আতিকুল কবির, মদন মোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম সহ উপজেলা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার থেকে সপ্তাহব্যাপী বসবাসরত ব্যক্তিকে গণনাসহ তাদের সম্পর্কে মৌলিক জনমিতিক, আর্থ-সামাজিক ও বাস গৃহ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
সিলেট জেলায় ৬ হাজার ৪শ’ ৩৫জন গণনাকারী ও ১ হাজার ১শ’ ৭৭ জন সুপারভাইজার কাজ করবেন।
দেশের প্রতিটি ঘরের সদস্যগণকে গণনা করে দেশের মোট জনসংখ্যার হিসাব নিরুপণ, দেশের সকল বাস গৃহের সংখ্যা নিরুপণ, দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষে তথ্য সংগ্রহ, স্থানীয় জাতীয় নির্বাচনে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারনের জন্য এবং জাতীয় সম্পদের সুষমবণ্টন নিশ্চিত করার লক্ষে তথ্য সরবরাহ এই জনশুমারী ও গৃহ গণনার প্রধান উদ্দেশ্য। ট্যাবের মাধ্যমে কেপি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে।
সিলেটে জনশুমারি ও গৃহগনণা উপলক্ষে র্যালি

আরও পড়ুন
কমলগঞ্জে ভুট্টার বাম্পার ফলন সম্ভাবনা
আড়াই বছর ধরে বিএসএফের বাঁধায় কাজ বন্ধ, মনু পাড়ে বন্যা আতঙ্ক
রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানালে ১৫৪২টি ধর্ষণের মামলা বিচারাধীন