রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ‘ভাওয়াল এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেনটিকে উদ্ধারের জন্য একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।
লাইনচ্যুত হওয়ার পর জামালপুর কমিউটার ট্রেন এবং মহুয়া এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে।
—ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের