অনলাইন ডেস্ক :
সম্প্রতি পঙ্কজ চৌধুরী রনি নির্মাণ করেছেন ‘বনফুল’ নামে নতুন ফিকশন। নির্মাণের পাশাপাশি এটির স্ক্রিপ্টও লিখেছেন রনি। নির্মাতার দাবি- ভিন্ন গল্প, নির্মাণ ও কস্টিউমে নির্মিত বনফুল। পাহাড়ি এলাকায় কয়েক দিন ধরে শুটিং হয় ফিকশনটির। এটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, শাহেদ আলী, নাজিয়া হক অর্ষা প্রমুখ। ‘বনফুল’-এর কিছু ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার দিয়েছেন ইমতিয়াজ বর্ষণ। তিনি জানান, ‘শুট হয়েছে গত সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে। দুটি ভিন্ন সময়কে একই অবস্থানে এনে দৃশ্যপটের বর্ণনা ‘বনফুল’। এক পাহাড়ি কন্যার জন্ম-জন্মান্তরের প্রকাশিত রূপ। কাজটি অনেক ভালো হয়েছে। পাহাড়ি এলাকায়, পাহাড়ি লুকে কাজটি করেছে। সবাই দুর্দান্ত করেছে। আশা করছি, সবার ভালো লাগবে।’ ঈদে একটি চ্যানেলে এটি প্রচার হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির