January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 16th, 2022, 7:35 pm

বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি অক্ষয়-আমির

অনলাইন ডেস্ক :

বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান ও ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’। এরইমধ্যে তার পরবর্তী ‘রক্ষা বন্ধন’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন এই অভিনেতা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অক্ষয় সিনেমার পোস্টারসহ একটি পোস্ট করেছেন। এতে তিনি জানান, আগামী (১১ আগস্ট) মুক্তি পাবে ‘রক্ষা বন্ধন’। একই দিনে মুক্তি পাবে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। ভারতীয় দর্শকদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এর কাহিনি। অন্যদিকে, ভাই-বোনের সম্পর্কের ওপর ভিত্তি করে নির্মাণ হয়েছে ‘রক্ষা বন্ধন’। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে অক্ষয় ছাড়া আরো অভিনয় করছেনÑ ভূমি পেডনেকার, শাহেজমেন কৌর, দীপিকা খান্না, সাদিয়া খাতিব, স্মৃতি শ্রীকান্ত।