অনলাইন ডেস্ক :
গত বছর অনুষ্ঠিত পাঁচ টেস্টের সিরিজের স্থগিত হওয়া শেষ ম্যাচ হতে যাচ্ছে ১ জুলাই। বার্মিংহ্যামে এই টেস্ট খেলতে বৃহস্পতিবার টেস্ট দলের প্রায় সবাই ইংল্যান্ডে উড়াল দিলেও ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা। তার অনুপস্থিতি গুঞ্জন তুলেছিল, তাহলে কি ভারতীয় ওপেনার ফিট নয়? রোহিতের ফিটনেস নিয়ে ওঠা গুঞ্জনের অবসান করলো ভারতীয় গণমাধ্যম স্পোর্টস টুডে। তিনি পুরোপুরি ফিট আছেন এবং অন্য টেস্ট খেলোয়াড়দের সঙ্গে আগামী ২০ জুন বেঙ্গালুরু থেকে ইংল্যান্ডে রওনা হবেন। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশে মুম্বাই থেকে বিমান ধরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি, পেসার যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা ও শুভমান গিল এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। তারা একসঙ্গে ছবি তুললে সেখানে দেখা যায়নি রোহিতকে। ভক্তদের মাঝে দেখা যায় প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে খেলা ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারও রোহিতের সঙ্গে ইংল্যান্ডে টেস্ট দলের সঙ্গে যুক্ত হবেন। একমাত্র টেস্টের আগে ভারত লিস্টারশায়ারের বিপক্ষে ২৪ থেকে ২৭ জুন চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। একই সময়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারত আয়ারল্যান্ডের মাটিতে দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ