January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 16th, 2022, 7:43 pm

৫ অগাস্ট প্রিমিয়ার লিগ শুরু

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে ২০২২-২৩ আসরের তৃতীয় দিনে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। আগামী ৭ অগাস্ট প্রথম ম্যাচে তারা খেলবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে বৃহস্পতিবার নতুন মৌসুমের সূচি ঘোষণা করা হয়েছে। আসর শুরু হবে ৫ অগাস্ট, শেষ আগামী বছরের ২৮ মে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। গত মৌসুমেও লন্ডনের দুই ক্লাবের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার লিগ। ২০২১-২২ মৌসুমে সিটির চেয়ে ১ পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হওয়া লিভারপুলের প্রথম ম্যাচ ৬ অগাস্ট, প্রতিপক্ষ প্রিমিয়ার লিগে ফেরা ফুলহ্যাম। নতুন মালিকানায় চেলসি একই দিনে তাদের প্রথম ম্যাচ খেলবে এভারটনের বিপক্ষে। ওই দিনই টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ সাউথ্যাম্পটন। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ এরিক টেন হাগের যাত্রা শুরু হবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি হবে ৭ অগাস্ট। ২৩ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা নটিংহ্যাম ফরেস্ট তাদের প্রত্যাবর্তনের ম্যাচে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের, ৬ অগাস্ট। কাতার বিশ্বকাপ শুরু হবে আগামী ২১ নভেম্বর, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বৈশ্বিক আসরটির জন্য ১২ নভেম্বর থেকে বিরতি থাকবে প্রিমিয়ার লিগে। বিশ্বকাপ শেষে লিগ আবার মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর, যা বক্সিং ডে নামে পরিচিত।