নিজস্ব প্রতিবেদক, রামগড় :
অশ্রুসিক্ত নয়নে বিদায়ী সংগীতের মাধ্যমে ২২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় দিলেন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা। বৃহষ্পতিবার (১৬ জুন) বিদ্যালয়ের হল রুমে আবেগঘন পরিবেশে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো: ফয়জার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল কাদের, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিসেস রেখা রাণী শীল, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, পরীক্ষার্থী নুসরাত জাহান চৌধুরি সিরাত, রুয়াইদা কাশেম তাহিয়া ও ঐশি মজুমদার এবং সাধারণ ছাত্রীদের পক্ষ থেকে হুমাইরা রশিদ আঁখি, সুমাইয়া আকতার। ইসরাত ও শামীমার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে লাল গোলাপ ও বিদায়ী স্মরণীকা দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় এসএসসি পরীক্ষার্থীদের।
এরআগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২