January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 16th, 2022, 8:42 pm

বিদ্যুতায়িত গরুর প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মা-ছেলের

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত গরুর প্রাণ বাঁচাতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তার ছেলে রিফাত মিয়া(১২)। স্থানীয়রা জানান, মহিষমুড়ী গ্রামে দুপুরে বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় গরুটি। পরে রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু জানান, ঘটনাটি দুঃখজনক। পল্লী বিদ্যুতের তার দুবছর ধরে এভাবেই অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। যার কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান। এ নিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুবছর ধরে কেন বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় পড়ে ছিল, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।