অনলাইন ডেস্ক :
প্রায় ১৫ বছর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বানিয়েছিলেন ‘চিরকুমার সংঘ’। নাম, প্রেম বঞ্চিত একটি কলোনির যুবকদের মজার কাহিনির কারণে নাটকটি তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এখনও ইউটিউব থেকে নাটকটি দেখে অনেকেই নস্টালজিয়া হয়ে পড়েন! সেই সময় নাটকটির লক্ষাধিক কপি সিডি ক্যাসেটও বিক্রি হয়েছিল। এতে করে নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছিলেন রাজ। নতুন খবর, নতুন সংস্করণে আবার ‘চিরকুমার সংঘ’ নির্মাণ করতে যাচ্ছেন দেনমোহর, গ্র্যাজুয়েট, মাইক এর মতো জনপ্রিয় সব নাটকের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আগামী সপ্তাহে কুমিল্লায় তিন দিন নাটকটির শুটিং হবে জানিয়েছেন নির্মাতা। আসন্ন ঈদুল আযহায় ‘চিরকুমার সংঘ’ দেখা যাবে ‘সিনেমাওয়ালা’র ইউটিউবে। নির্মাতা রাজের ক্যারিয়ারে বানানো দ্বিতীয় নাটক ‘চিরকুমার সংঘ’। ১৫ বছর পর ফের নির্মাণ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, হাসান মাসুদ ভাই আগের নাটকে ছিলেন। কিছুদিন আগে তার সঙ্গে শুটিংয়ে কথায় কথায় ‘চিরকুমার সংঘ’র কথা ওঠে। গল্পটা মাথায় এলে নতুন করে বানানোর উদ্যোগ নেই। কনসেপ্টে ২০২২ সালের ‘চিরকুমার’দের কিছু বিষয় থাকবে। রাজ বলেন, এটি মূলত একটি ফান কনটেন্ট হবে। সিরিয়াস হওয়ার মতো কিছু থাকবে না। তবে দর্শক মজা পেতে পারেন। নতুন সংস্করণের ‘চিরকুমার সংঘ’তে শিল্পী কারা থাকছেন? রাজ বলেন, আগের শিল্পীরা থাকবেন। সঙ্গে নতুন কয়েকজন যোগ হবেন। শিল্পীদের নাম জানাতে চাই না। এতটুকু জানাচ্ছি, আগের ৮০ শতাংশ শিল্পীরা নতুন ‘চিরকুমার সংঘ’-এ থাকবেন।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির