অনলাইন ডেস্ক :
ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের র্যাপিড দাবা ইভেন্টে বাংলাদেশের দাবাড়ু ওয়ারসিয়া খুশবু সোনা জিতেছে। মালদ্বীপের উখলামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে খুশবু ৭ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খুশবু শুধু প্রথম রাউন্ডে ড্র করে কিরগিজস্তানের তুরসোনালিয়েভা নুরেলিনার সঙ্গে। এরপর টানা হারিয়েছে কাজাখস্তানের দিয়াসকিজি ডালিয়া, ভারতের মন্দিপাল্লী দীক্ষিতা, উজবেকিস্তানের জিকমাথকোনোভা মখিনুর ও ভারতের হানিয়া শাহকে। অবশ্য ষষ্ঠ রাউন্ডে কাজাখস্তানের ওমিরসেরিক আলিমার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সংশয়ে ছিল খুশবু। তবে সপ্তম ও শেষ রাউন্ডে উজবেকিস্তানের আবরোভা জুনায়রাকে হারিয়ে শেষ পর্যন্ত সোনার হাসি হেসেছে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী। ৬ দেশের ১৩ খেলোয়াড় অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে অংশ নেয়।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল