চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফুল ইসলাম (২২) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নয়া বাজার এলাকার সাংবাদিক ছিদ্দিক আহমদের ছেলে এবং কনস্টেবল হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাফিকুল ইসলাম জামান, মারুফুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে হারবাংয়ের বাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ৯টার চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
—ইউএনবি

আরও পড়ুন
৬ মাসেরও বেশি সময় ধরে ওসমান হাদি হত্যার পরিকল্পনা, ধারণা তদন্তকারী সংস্থার
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
লক্ষ্মীপুর নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার