January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 19th, 2022, 7:51 pm

সিলেটের ফিফা প্রীতি ম্যাচ হবে ঢাকায়

অনলাইন ডেস্ক :

গরমে ক্লান্ত দেশের মানুষ। গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টি ঝরছে। আকাশে বিজলি চমকাতেও দেখা গেছে। আর সিলেটের বন্যার খবর তো আগেই জেনে গেছেন ক্রীড়াঙ্গনের মানুষ। সিলেটের মাটিতেই বাংলাদেশ নারী ফুটবল দল মালয়েশিয়ার নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতিম্যাচ খেলার কথা ছিল। ২৩ ও ২৬ জুন হওয়ার কথা ছিল ফিফা টায়ার ওয়ানের ম্যাচ দুটি। বন্যার কারণে ভেসে গেছে পরিকল্পনা। সিলেটের ম্যাচ এখন ঢাকায় হবে। সেটি পরিষ্কার জানিয়ে দিয়েছে বাফুফে। গত শনিবার বাফুফে বলেছে ২৩ এবং ২৬ জুনের ম্যাচের তারিখ ঠিক থাকবে আর ম্যাচ দুটি হবে ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে। সিলেটে নারী ফুটবল হলে ভালোই হতো। সেখানকার দর্শক আগ্রহ নিয়ে উৎসাহ দিতে ছুটে আসেন মাঠে। ভাগ্য খারাপ, তাই জমাট ম্যাচ দুটি তাদের উঠানে হলো না। তবে এই ম্যাচ দুটি ঢাকায় চলে আসায় সুবিধাই হয়েছে নারী ফুটবলারদের। তারা টার্ফে অনুশীলন করে সিলেটে ঘাষের মাঠে খেলার প্রস্ত্ততি নিতে গিয়ে শেখ জামালের মাঠে তিন দিনের অনুশীলন সেশন রাখা হয়েছিল। কমলাপুরে খেলা চলে আসায় সেটি আর করতে হচ্ছে না। টার্ফের মাঠের অনুশীলনটা কাজে লাগবে। মালয়েশিয়া নারী ফুটবল দল ২১ জুন ঢাকায় আসবে। তাদের ফ্লাইটের সূচিও পরিবর্তন করা হয়েছে। ঢাকায় এসে হোটেলে উঠবেন মালয়েশিয়ান ফুটবলাররা। মালয়েশিয়া আসছে প্রস্ত্ততি ম্যাচ খেলতে। উপমহাদেশে যেমন সাফ চ্যাম্পিয়নশিপ হয় তেমনি আসিয়ান অঞ্চলের দল নিয়েও নিজেদের মধ্যে টুর্নামেন্ট হয়। সেখানেই মালয়েশিয়া অংশগ্রহণ করবে। তাই টুর্নামেন্টের আগে প্রস্ত্ততি ম্যাচ খেলতে ঢাকায় আসবে মালয়েশিয়া। আগামী ৪-১৭ জুলাই এএফএফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ হবে ফিলিপাইনে। যেখানে ১১ দেশ অংশগ্রহণ করবে। বাংলাদেশের সামনেও নারী সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে আগস্টে। বাংলাদেশের জন্য এটিও প্রস্ত্ততি ম্যাচ। মালয়েশিয়ার বিপক্ষে এর আগে বাংলাদেশের নারী ফুটবল দল লড়াই করেছিল সিঙ্গাপুরের টুর্নামেন্টে। দুই ম্যাচই হেরেছিল বাংলাদেশ।
সিলেটের লিগের খেলা মুন্সিগঞ্জে
সিলেট জেলা স্টেডিয়াম ছিল ঢাকার দল আবাহনী ও রহমতগঞ্জের ভেন্যু। কিন্তুসিলেটে বন্যার কারণে প্রিমিয়ার লিগের খেলাও হচ্ছে না। খেলা হবে মুন্সিগঞ্জে। লিগের খেলার নতুন ফিকশ্চার ঘোষনা করা হয়েছে। শুক্রবার রাতে ঘোষিত ফিকশ্চারে বলা হয়েছে ২১ জুন লিগের খেলা পুনরায় শুরু হবে। মুন্সিগঞ্জে বিকাল ৫টায় বসুন্ধরা কিংস খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। একই দিনে বসুন্ধরা কমপ্লেক্সে শেখ রাসেল ও শেখ জামাল খেলবে। ২২ জুন কুমিল্লায় মোহামেডান খেলবে আবাহনীর বিপক্ষে।