January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 21st, 2022, 1:45 pm

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৫৪ কোটির কাছাকাছি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৪৯০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৪১ হাজার ৮২৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৮০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৮ হাজার ৩৮৫ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৩ লাখ ৯ হাজার ৪৭৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৬৯ হাজার ২১৭ জনে।

ব্রাজিল এ পর্যন্ত তিন কোটি ১৭ লাখ ৫৬ হাজার ১১৮৩ জন করোনা শনাক্ত হয়েছে। এর পাশাপাশি মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬৯ হাজার ১০৯ জন।

বাংলাদেশ পরিস্থিতি

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে ৮৭৩ জন শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এর আগে করোনায় মৃত্যু হয়েছিল গত ৩০ মে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩২ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আট হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই দিন শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ পাঁচ হাজার ৮৯৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ।