অনলাইন ডেস্ক :
স্পেনে দ্রুত সংক্রামক করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির বিভিন্ন অঞ্চলে সান্ধ্য আইন এবং ভাইরাস সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধ ফের আরোপ করা হচ্ছে। বিশেষ করে টিকা না নেয়া তরুণ জনগোষ্ঠীর মধ্যে এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া রোধে এটা করা হচ্ছে। খবর এএফপি’র।
বার্সেলোনাসহ স্পেনের সবচেয়ে বেশি সংক্রমিত বিভিন্ন নগরীতে সান্ধ্য আইন জারি করার অনুমতির জন্য কাতালোনিয়ার উত্তরপূর্বাঞ্চল বুধবার দিনের শেষ দিকে আদালতে আবেদন করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেশি ভ্যালানসিয়া অঞ্চল একই পথ অনুসরণ করছে। অঞ্চলটি ইতোমধ্যে তাদের ৩২ টি শহরে ফের সান্ধ্য আইন জারি করার সবুজ সংকেত পেয়েছে।
কান্দাব্রিয়ার উত্তরাঞ্চলও সান্ধ্য আইন আরোপে কাজ করছে।
স্পেনের দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ার উৎপত্তি কেন্দ্র কাতালোনিয়া সাম্প্রতিক সময়ে অর্ধ মধ্যরাতের আগেই লোকজনকে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে এবং ১০ জনের বেশি মানুষকে একত্রিত না হতে নিষেধ করে দেয়া হয়েছে। গত ২১ জুন নাইটক্লাক ফের খুলে দেয়ার পর এ অঞ্চলে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যেতে দেখা যাচ্ছে।
কাতালোনিয়ায় ২০ থেকে ২৯ বছর বয়সের মানুষের করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে প্রতি লাখে তিন হাজার ৩১১ জনে দাঁড়িয়েছে। দেশব্যাপী সকল বয়সের জনগোষ্ঠীর মধ্যে তুলনামূলক গড় আক্রান্তের এ হার হচ্ছে ৪৩৭ জন।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু