Wednesday, June 22nd, 2022, 8:58 pm

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।
এছাড়া ৭ জুলাই থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ছয় জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।

—ইউএনবি