আগামী ২৩ থেকে ২৫ জুন ২০২২-এ অনুষ্ঠিতব্য, ঢাকা মটরশো-এর ১৫তম আসরে নাভানা লিমিটেড অংশ নিতে চলেছে।প্যাসেঞ্জারকার এবংকমার্শিয়াল ভেহিকেল বিভাগে টয়োটার বিভিন্নগাড়ির মডেল সমূহ প্রদর্শন করা হবে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
মটরশো-এর প্যাসেঞ্জারকার প্যাভিলিয়নে টয়োটার এমপিভি ও এসইউভি গাড়িগুলো প্রদর্শিত হবে।এছাড়াও, টয়োটার কমার্শিয়াল গাড়ির মডেল গুলোকে টয়োটা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট-এর সাথে কমার্শিয়াল হলের অপরএকটি প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে।
২৩ শে জুন সকাল ১০:৩০ থেকে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকের জন্য টয়োটার পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় মূল্য ছাড়।
—প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
রূপায়ণ সিটিতে গজলের সুরে মুগ্ধ অতিথিরা